তথ্য ভান্ডার গড়ে তোলার লক্ষ্যে প্রকল্পগ্রামে বসবাসরত উপকারভোগীদের তথ্য এবং প্রকল্পগ্রামের তথ্য সংরক্ষণ করার জন্য অনলাইন ডাটাবেইজ প্রণয়ন করা হয়েছে (Online Database Address: http://ashrayandbpmo.gov.bd/). মাঠ প্রশাসনের সহায়তায় এ পর্যন্ত ৫২৮টি প্রকল্পের তথ্য অনলাইন ডাটাবেইজে ইনপুট প্রদান করা হয়েছে।